সীতাকুন্ডে পৃথক দূর্ঘটনায় দুই ব্যাক্তি নিহত হয়েছে। মঙ্গলবার উপজেলার ফৌজদারহাট ও ভাটিয়ারী এলাকায় এদুটি দর্ঘটনা ঘটে। থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন বেলা আনুমানিক সাড়ে ৯টার দিকে ভাটিয়ারী এলাকায় আব্দুল লতিফ বাদন(৬৫) নামক এক ব্যক্তি রেল লাইন অতিক্রম করছিল।এ সময়...
সীতাকুন্ডে দক্ষিণ বাঁশবাড়ীয় বাদামতল স্থানীয় মাঠে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বাঁশবাড়ীয়া বোয়ালীয়াকূল এসপাটার কিংস ফুটবল টিম ও একই ইউনিয়নের স্থানীয় হারীদন বিএসবি ফুটবল টিম। খেলায় বোয়ালীয়াকূল এসপাটার কিংস ফুটবল টিমকে ট্রাইব্রেকারে ৩-২...